২০ মে,২০২৩ ইং বাস্থই সভাপতির সাথে কানাডা বাংলাদেশ আর্কিটেক্টস ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাস্থই কানাডা চ্যাপ্টার খোলার সম্ভাবনা নিয়ে স্থানীয় স্থপতিদের সাথে সফল আলোচনা হয়। অনলাইন সভায় বাস্থই ২৫তম নির্বাহী পরিষদ এর সভাপতি স্থপতি অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ ও ২৫তম নির্বাহী পরিষদ এর সহ সভাপতি, (আন্তর্জাতিক সম্পর্ক) স্থপতি খান মোঃ মাহফুজুল হক উপস্থিত ছিলেন । বৈঠকে বাংলাদেশী স্থপতিদের জন্য প্রচুর সম্ভাবনা চিহ্নিত করা হয় এবং এই লক্ষ্যে এগিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত অন্যান্য সদস্যরা হলেন, স্থপতি আনোয়ারুল হাবীব, স্থপতি ফারিয়া লতিফ, স্থপতি কনিষ্ঠা খান, স্থপতি আহসান আলী (দুলদুল), স্থপতি উল আজিমের পর (পারভেজ), স্থপতি আবদুল্লাহ আল জুবায়ের, স্থপতি মুস্তাক সারোয়ার, স্থপতি আলী আওরঙ্গজেব (জিপু), স্থপতি আকসিন আহমেদ সিদ্দিকী, স্থপতি মোশতাক রাব্বি এবং স্থপতি নুব্রাস সামায়িন।