গত ৩০ মে ২০২৩, মঙ্গলবার বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট (বাস্থই) এর পক্ষ থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-র নব-নির্বাচিত সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুর সবুর, সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী এস.এম. মনজুরুল হক মনজু এবং ২০২৩-২০২৪ নির্বাহী কমিটির সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বাস্থই মনে করে নতুন নির্বাহী কমিটির সুদক্ষ নেতৃত্বে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-র চলমান কার্যক্রম আরও গতিশীল হবে এবং বাস্থই ও আইইবি- এই দুই পেশাজীবি সংগঠনের মধ্যকার উষ্ণ সম্পর্ক আরও নিবিড় হবে।
বাস্থই দলের হয়ে প্রতিনিধিত্ব করেন ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান, সম্পাদক (পেশা) স্থপতি নাজমুল হক বুলবুল, সম্পাদক (পরিবেশ ও নগরায়ন) স্থপতি সুজাউল ইসলাম খান এবং স্থপতি আবু মুসা ইফতেখার।
দ্বিপাক্ষিক এই উষ্ণ বৈঠকে বাংলাদেশের নির্মাণ শিল্পের উন্নয়ন ও আধুনিকায়নের ক্ষেত্রে বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট (বাস্থই) ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) কিভাবে যৌথভাবে আরও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।