০৮ জুন,২০২৩ ইং বাস্থই সভাপতির সাথে অস্ট্রেলিয়া বাংলাদেশ আর্কিটেক্টস স্থানীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাস্থই অস্ট্রেলিয়া চ্যাপ্টার খোলার সম্ভাবনা নিয়ে স্থানীয় স্থপতিদের সাথে সফল আলোচনা হয়। অনলাইন সভায় বাস্থই ২৫তম নির্বাহী পরিষদ এর সভাপতি স্থপতি অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ ও ২৫তম নির্বাহী পরিষদ এর সহ সভাপতি, (আন্তর্জাতিক সম্পর্ক) স্থপতি খান মোঃ মাহফুজুল হক উপস্থিত ছিলেন । বৈঠকে বাংলাদেশী ও অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশী স্থপতিদের জন্য প্রচুর সম্ভাবনা চিহ্নিত করা হয় এবং এই লক্ষ্যে এগিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত অন্যান্য সদস্যরা হলেন স্থপতি ড. মিজানুর রশিদ (সভাপতি, বাংলাদেশী আর্কিটেক্টস ইন অস্ট্রেলিয়া), শামসুল হুদা (সহ-সভাপতি, আন্তর্জাতিক), সমিক ওয়াইজ (সাধারণ সম্পাদক), তানভীর আহমেদ (প্রাক্তন সাধারণ সম্পাদক), জ্বালাল আনিস (প্রাক্তন সভাপতি), আসাদুজ্জামান রাসেল (কার্যকরী সদস্য), রুখসানা আফরোজ (সদস্য) ।