News: "২৮ বছরে রাজধানীর জলাধার ও সবুজ নিধনঃ বাস্তবতা ও উত্তরণের পথনকশা" শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ ও গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উপলক্ষে ঢাকা মহানগরীর বিদ্যমান জলাধার ও সবুজ এলাকার পর্যায়ক্রমিক হ্রাস এর কারণসমূহ, জলাধার ভরাটকরণ এবং সবুজ নিধনের সাম্প্রতিক ঘটনাবলী, জলধার ও সবুজ এলাকা সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা এবং এ অবস্থা থেকে উত্তরণের পথনকশা নির্ধারণ সম্পর্কিত বিষয়ে গত ৩ জুন ২০২৩ (শনিবার) বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স (বিআইপি) এর উদ্যোগে এবং নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সহযোগিতায় রাজধানীর প্ল্যানার্স টাওয়ারের বিআইপি কনফারেন্সের হলরুমে "২৮ বছরে রাজধানীর জলাধার ও সবুজ নিধনঃ বাস্তবতা ও উত্তরণের পথনকশা" শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ ও গোলটেবিল আলোচনা সভা আয়োজিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বাস্থই ২৫তম নির্বাহী পরিষদ এর সহ সভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি অধ্যাপক মো: আলী নকী।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী হাসান। প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ তাজুল ইসলাম এমপি, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাবের হোসেন চৌধুরী এমপি, সভাপতি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, জনাব মোঃ আনিসুর রহমান মিয়া বিপিএএ, চেয়ারম্যান (সচিব), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), জনাব সুলতানা কামাল, উপদেষ্টা, সাবেক তত্ত্বাবধায়ক সরকার এবং সভাপতি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), জনাব মোঃ আবুল কালাম আজাদ, সভাপতি, সোসাইটি অব এক্সপার্টস অন এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট (সীড) , অধ্যাপক ড. ইশরাত ইসলাম, ডীন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান নির্বাহী, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, ডীন ও সভাপতি, পরিবেশ বিজ্ঞান বিভাগ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, জনাব অমিতোষ পাল, সভাপতি, নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশ, পরিকল্পনাবিদ ড. মু. মোসলেহ উদ্দীন হাসান, কোষাধক্ষ্য, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স (বিআইপি)

Affiliations

SAARCH
SAARC
Association of Architects
ARCASIA
Architects Regional Council Asia

CAA
Commonwealth Association of Architects
UIA
Union International Des Architects

Mailing Address

IAB Centre, Plot-11, Road-7, Block-E, Agargaon Sher-E-Banglanagar, Dhaka.

Contact

Tel: +880255007196, +880255007197

Email: mail@iab.com.bd


© 2024 Institute of Architects Bangladesh
Powered by Data Core Lab