গত ৬ জুন মঙ্গলবার, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের নির্বাহী পরিষদের সদস্যদের সাথে সাধারণ বীমা কর্পোরেশন এবং গ্রীন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তাবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বর্তমান পিপিআর (PPR) এর আলোকে Project liability insurance, Professional indemnity insurance, Employee/staff benefit insurance ইত্যাদির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। এর পাশাপাশি Health insurance, Group insurance প্রভৃতির ব্যাপারেও বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সদস্যদের পেশাগত বিষয়ে এবং স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ইন্স্যুরেন্স পলিসি কার্যক্রমের ব্যাপারে নির্বাহী পরিষদ কাজ করছে।
Affiliations
Mailing Address
Contact