বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) এর ২৫তম নির্বাহী পরিষদের ঐতিহ্য ও সংস্কৃতি সংক্রান্ত আইএবি কমিটির বিশেষ সভা সোমবার, ১০শে জুন, ২০২৩ ইং তারিখে বাস্থই কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কিত কমিটির উপদেষ্টা এবং কমিটির সদস্যরা সশরীরে ও অনলাইনে উভয় মাধ্যমে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। বাস্থই ২৫তম নির্বাহী পরিষদ এর সম্পাদক, ঐতিহ্য ও সংস্কৃতি, স্থপতি জিয়াউল শরীফের সভাপতিত্বে বৈঠকে কমিটির পথনির্দেশিকা, কার্যক্রম এবং আগামী উদ্যোগের ওপর আলোকপাত করা হয়।
স্থপতি ইমামুর হোসেন সভার রূপরেখা উপস্থাপন করেন, এজেন্ডা অনুসারে বিষয়গুলির বিশদ বিবরণ দেন, তারপরে উন্মুক্ত আলোচনা শুরু হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ, স্থপতি বিকাশ সৌদ আনসারী, অধ্যাপক বুলবুল আহমেদ, স্থপতি চৌধুরী সাইদুজ্জামান, স্থপতি ড. মাহবুবুর রহমান, জনাব মোঃ আতাউর রহমান, স্থপতি মোঃ শফিক রহমান, অধ্যাপক মুনতাসির মামুন, স্থপতি সাজ্জাদুর রশিদ, এবং স্থপতি শরীফ শামস ইমন, যারা জুমের মাধ্যমে অনলাইনে যোগ দিয়েছেন। ওয়ার্কিং কমিটির সদস্যদের মধ্যে ছিলেন স্থপতি মুজতবা আহসান, স্থপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, স্থপতি খন্দকার মাহফুজ আলম, স্থপতি ইমামুর হোসেনসহ অন্যান্য সদস্যরা।
পথনির্দেশনামূলক সভার মূল আলোচ্য বিষয় ছিল আধুনিক ঐতিহ্যের উন্নয়ন প্রক্রিয়া, ঐতিহ্য ভিত্তিক একাডেমিক প্রজেক্টগুলির জন্য যথাযথ সংরক্ষণ করা, ইউনেস্কোর সাথে সমন্বয়, এবং ঐতিহ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা