আজ ১২ ই জুন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) IAB EBL CO-Brand কার্ডের জন্য ইস্টার্ন ব্যাংক লি: এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। এই অনুষ্ঠানের মাধ্যমে ইবিএল, সকল সম্মানিত বাস্থই সদস্যদের জন্য ইবিএল ভিসা সিগনেচার ও ভিসা প্লাটিনাম ক্রেডিট কার্ডের দরজা খুলে দিল।
বাস্থই কার্যালয়ে অনুষ্ঠিত এই স্বাক্ষর অনুষ্ঠানে আইএবি-এর পক্ষে স্বাক্ষর করেন বাস্থই ২৫তম নির্বাহী পরিষদ এর সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান এবং ইবিএলের পক্ষে স্বাক্ষর করেন জনাব এম খোরশেদ আনোয়ার, ডিএমডি, হেড অব রিটেইল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি ড. খন্দকার সাব্বির আহমেদ, সভাপতি, ২৫ তম নির্বাহী পরিষদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাস্থই ২৫তম নির্বাহী পরিষদ এর সহ-সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ।
একই সাথে বাস্থই লোগো যুক্ত নতুন কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড ডিজাইন লঞ্চ করা হয়েছে।