গত ৮ই জুন ২০২৩, বৃহস্পতিবার আই এ বি সেন্টারে ডিবিএল গ্রুপের কর্মকর্তাবৃন্দের সাথে বাস্থই নির্বাহী পরিষদের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ডিবিএল গ্রুপের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এ সাক্ষাতে বাস্থই'র বিভিন্ন গঠনমূলক কার্যক্রমের প্রসংশা করেন এবং পরবর্তী যেকোনো পদক্ষেপের সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেন। আসন্ন নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য বাস্থই নির্মাণ মেলা বা বিল্ড-এক্সপো তে অংশগ্রহণসহ প্রস্তাবিত আই এ বি ন্যাশনাল কনভেনশন ২০২৩ এর স্পন্সর হওয়ার ইচ্ছা পোষণ করেন।
এর পাশাপাশি, শিক্ষা ও পেশা চর্চার সাথে সংশ্লিষ্ট বাস্থই'র যে কোনো গবেষণামূলক ও সৃজনশীল কর্মকান্ডের ব্যাপারে তারা ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং পৃষ্ঠপোষকতা করার ইচ্ছে ব্যক্ত করেন।