২রা জুলাই ২০২৩ হতে ডেনমার্কের কোপেনহেগেন-এ ইউআইএ সম্মেলন ২০২৩ (UIA Congress 2023) অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ থেকে ৪৫ জন স্থপতি এ সম্মেলনে অংশ নিচ্ছেন। ২রা জুলাই থেকে ৬ই জুলাই পর্যন্ত চলমান এই সম্মেলনে বাংলাদেশের স্থাপত্য ও স্থপতিদের প্রচার ও প্রসারে বাস্থই এক্সপোজার পয়েন্ট বাংলাদেশ (Exposure Point Bangladesh) নামে একটি প্যাভিলিয়ন নিয়েছেন। বাংলাদেশের স্থপতিদের মধ্যে যারা স্থাপত্য চর্চার পাশাপাশি স্থাপত্যকর্ম সহায়ক আউটসোর্স এর কাজ করতে সক্ষম তাদের কর্মসংস্থান এর ক্ষেত্র বৃদ্ধি ও প্রসারে বাস্থই ২৫ তম নির্বাহী পরিষদ-এর এই উদ্যোগ। আউটসোর্স প্রফেশনালদের তালিকা তৈরি ও প্রচারের জন্য ক্যাটালগ, ওয়েবসাইট এবং ইভেন্টে কাজের পোর্টফোলিও ডিসপ্লের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও বাস্থই অতি আনন্দের সাথে জানাতে চায় বাংলাদেশের স্থপতি ইশতিয়াক জহির ইউআইএ কংগ্রেস ২০২৩ এর সভাপতি পদে নির্বাচন করছেন। তিনি বর্তমানে ইউআইএ রিজিয়ন ৪ (এশিয়া ও ওশেনিয়া) এর সহসভাপতি হিসেবে দায়িত্বরত আছেন।