News: আসন্ন UIA Election 2023-এ President পদপ্রার্থী হিসাবে স্থপতি মোঃ ইশতিয়াক জহিরকে বাস্থই এর মনোনয়ন

‘বাংলাদেশ স্থপতি ইন্‌স্‌টিটিউট (বাস্থই)’ এর নির্বাহী পরিষদ কোপেনহেগেনে অনুষ্ঠিতব্য Union of International Architects (UIA) এর আসন্ন ২০৩০ সালের নির্বাচনে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট পদের জন্য “স্থপতি মোঃ ইসতিয়াক জহির” কে মনোনীত করেছে। আগামী ৮ জুলাই ২০২৩ তারিখে কোপেনহেগেনে UIA এর সাধারণ অধিবেশনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। UIA জাতিসংঘের অনুরূপ বিশ্বের প্রায় সকল দেশের স্থাপত্য পেশাজীবীদের সম্মিলিত সংগঠন এবং বাংলাদেশ স্থপতি ইন্‌স্‌টিটিউট UIA-এর সদস্য দেশ। ‘স্থপতি মোঃ ইসতিয়াক জহির’ বর্তমানে এই সংগঠনটির অঞ্চল-৪ (এশিয়া ও ওশেনিয়া) এর সহ-সভাপতি।
স্থপতি মোঃ ইসতিয়াক জহির’ UIA সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা'র বিবিধ সার্থক উদ্যোগগুলোর সাথে জড়িত থাকার অনুকরণীয় সাফল্যের বিবেচনাতেই এই পদের জন্য তার উপযুক্ততা নিশ্চিত করেছেন ।
বিগত ২০০৩ সাল থেকেই 'বাস্থই' এর বিভিন্ন পদে দায়িত্ব পালন করার পাশাপাশি ২০০৯ সাল থেকেই তিনি Architect Regional Council, Asia (ARCASIA)-এর কোষাধ্যক্ষ এবং পরবর্তীতে এর Committee on Professional Practice-ACPP এর চেয়ারম্যান পদে যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন । এছাড়া পরবর্তীকালে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত United Nations Human Settlements Programme (UN Habitat) এ UIA'র প্রতিনিধিও হয়েছিলেন ।
“বাংলাদেশ”, বাংলাদেশ স্থপতি ইন্‌স্‌টিটিউট (বাস্থই)'র মতোই একটি তরুণ দেশ যে কেবল গত বছরই তার ৫০ তম বর্ষপুর্তি উদযাপন করেছে । তথাপি এ দেশ বিগত পঞ্চাশ দশকের উল্লেখযোগ্য অগ্রগতি ও শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি আগামী দুই বছরের মধ্যে ‘স্বল্পোন্নত’ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরের অর্থবহ স্বপ্নও রচনা করে চলেছি তারই অংশ হিসেবে বাংলাদেশের স্থপতি সম্প্রদায় UIA এর এই ‘সভাপতি’ নির্বাচনের মাধ্যমে স্থাপত্য বিশ্বে আরও অর্থপূর্ণ অবদান রাখতে আশাবাদী ।
https://youtu.be/qBXR4nUub2I
https://www.youtube.com/watch?v=nyazwm80HyQ
https://www.youtube.com/watch?v=ECX9fZRx9tE

Affiliations

SAARCH
SAARC
Association of Architects
ARCASIA
Architects Regional Council Asia

CAA
Commonwealth Association of Architects
UIA
Union International Des Architects

Mailing Address

IAB Centre, Plot-11, Road-7, Block-E, Agargaon Sher-E-Banglanagar, Dhaka.

Contact

Tel: +880255007196, +880255007197

Email: mail@iab.com.bd


© 2024 Institute of Architects Bangladesh
Powered by Data Core Lab