বাস্থই ফেলো স্থপতি নার্গিস তানজিমান আরা (এ-০৪৯) গতকাল ৫ জুলাই ২০২৩ তারিখ বিকাল ৫:০০টায়, ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। প্রয়াত স্থপতি ১৯৮৩ সালে বুয়েট থেকে স্নাতকত্ব অর্জন করেন। কর্মজীবনে তিনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর প্রধান নগর স্থপতি হিসাবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন স্থপতি আল আমিন মীর চেঙ্গিসের সহধর্মিণী। মরহুম স্থপতি নার্গিস তানজিমান আরা কিডনি রোগে ভুগছিলেন।
স্থপতি চেঙ্গিস এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি বাস্থইর গভীর সমবেদনা।
মহান আল্লাহ মরহুম স্থপতির বিদেহী আত্মাকে জান্নাতে চিরশান্তি দান করুন।