বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে বাড়ছে শিল্পায়ন। তার ফলশ্রুতিতে স্বাভাবিক ভাবেই ইদানিং স্থপতিরা শিপ্ল কারাখানার নকশার কাজে যুক্ত হচ্ছেন অনেক বেশি। এ প্রেক্ষিতে অত্যন্ত প্রাসঙ্গিক একটি উস্থাপনা -
"CLIMATE ADAPTIVE DESIGN SOLUTIONS FOR GARMENT FACTORIES"।
এবারের উপস্থাপনায় স্থপতি, গবেষক এবং শিক্ষাবিদ ড. মোহতাজ হোসেন এর গবেষণালব্ধ ফলাফল নিয়ে আলোচনা হবে। এখানে উল্লেখ্য, এই গবেষণা অন্যান্য অসংখ্য পুরস্কার এর পাশাপাশি "Royal Institute of British Architects (RIBA)-র President's Medal for Research 2020" এর জন্যে মনোনয়ন পেয়েছিল।
আমরা আশা রাখছি এই উপস্থাপনা আপনাদের কাজের উৎকর্ষে প্রভাব রাখতে পারবে।
অনুষ্ঠিতব্য সিপিডি-তে আসন সংখ্যা ৫০ এবং রেজিষ্ট্রেশন ফি ১,০০০.০০/- (এক হাজার টাকা মাত্র)। অংশগ্রহণে ইচ্ছুক স্থপতিদেরকে তাঁদের আগ্রহের কথা জানিয়ে admin@iab.com.bd তে ইমেইল প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে। আগ্রহী স্থপতিগণের ইমেইল প্রাপ্তি সাপেক্ষে তাঁদেরকে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অবহিত করা হবে।