বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) এর ২৫তম নির্বাহী পরিষদের “কনস্টিটিউশন রিভিউ কমিটি"র প্রথম সভা ১২ই অগাস্ট, ২০২৩ ইং তারিখে বাস্থই কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাস্থই এর গঠনতন্ত্রের উপর বিশদ আলোচনা ও মতবিনিময় হয় এবং কিছু প্রস্তাবনা উত্থাপিত হয়। সভায় বর্তমান ও ভবিষ্যত চাহিদার প্রেক্ষিতে প্রারম্ভেই গঠনতন্ত্র ও সংঘ বিধি পরিমার্জনের ক্ষেত্র ও উদ্দেশ্যে নির্ধারণে একটি মূলনীতি প্রনয়নের ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় যা ইসি কর্তৃক অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
সভায় সভাপতিত্ব করেন বাস্থই ২৫তম নির্বাহী পরিষদ এর সভাপতি অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ , তিনি সভায় উপস্থিত থেকে গুরুত্ব বিবেচনায় কমিটিকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
সভায় কনস্টিটিউশন রিভিউ কমিটির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন বাস্থই সহ সভাপতি (জাতীয় বিষয়াদি), স্থপতি মুহাম্মাদ আলী নকী এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বাস্থই সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান। সভায় উপস্থিত অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি, (আন্তর্জাতিক সম্পর্ক) স্থপতি খান মোঃ মাহফুজুল হক, সহ-সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ, সম্পাদক (পেশা) স্থপতি মোঃ নাজমুল হক বুলবুল, সাবেক সভাপতি স্থপতি জালাল আহমেদ, সাবেক সভাপতি স্থপতি কাজী গোলাম নাসির, সাবেক সভাপতি স্থপতি ড. আবু সাঈদ এম আহমেদ (সভাপতি ,আর্কেশিয়া), , স্থপতি মুস্তাফা আমীন, স্থপতি এ এস এম ইসমাইল, স্থপতি ড. মোঃ মাহবুবুর রহমান, স্থপতি এ বি এম মাহবুবুল মালিক, স্থপতি মোঃ মাসুদুর রহমান খান, স্থপতি মোঃ রেজাউল করিম, স্থপতি কাজী এম আরিফ, স্থপতি মামনুন মূর্শেদ চৌধুরী, স্থপতি মোঃ সেলিম আলতাফ বিপ্লব, স্থপতি মোঃ আমিনুল ইসলাম, স্থপতি মোঃ আবু মুসা ইফতেখার, এবং, স্থপতি মুহতাদিন ইকবাল ।এছাড়াও স্থপতি মোঃ খায়রুল এনাম ও স্থপতি উত্তম কুমার সাহা অনলাইন এ যুক্ত হন ।