১৮ আগস্ট, ২০২৩ ইং চট্টগ্রামে বাস্থই ২৫ তম নির্বাহী পরিষদ ও বাস্থই ১১ তম চট্টগ্রাম শাখা কমিটির অধীনে পূর্ণ সদস্যপদে অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশগ্রহণ করেন ১০ জন আবেদনকারী সহযোগী সদস্য।
বাস্থই সহ-সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ ও সম্পাদক (সদস্যপদ) স্থপতি আহসানুল হক রুবেল পরীক্ষা কর্যক্রম পরিচালনার জন্য চট্টগ্রাম শাখার কার্যালয়ে সশরীরে উপস্থিত ছিলেন।
লিখিত পরীক্ষার পরে উত্তীর্ণ পরিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণে বাস্থই সহ-সাধারণ সম্পাদক এবং সম্পাদক (সদস্যপদ) এর সাথে বাস্থই চট্টগ্রাম শাখা কমিটির ভাইস চেয়ারম্যান স্থপতি ফারুক আহমেদ,সাধারণ সম্পাদক স্থপতি ফজলে ইমরান চৌধুরী, সম্পাদক সদস্যপদ স্থপতি হোসেন মুরাদ ও স্থপতি গোলাম রাব্বানী চৌধুরী উপস্থিত ছিলেন। একই সাথে মেম্বারশিপ উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ও বাস্থই সহ সভাপতি (জাতীয় বিষয়াদি) অধ্যাপক আলী নকী সহ অন্যান্য সদস্যবৃন্দ অনলাইনে যুক্ত হন।
এই পরীক্ষার প্রস্তুতি হিসেবে এবং পরীক্ষার্থীদের ধারণা স্পষ্ট করার উদ্দেশ্যে গত ১০ই আগস্ট,২০২৩ ইং পরীক্ষায় অংশগ্রহণেচ্ছু আবেদনকারীদের জন্য ঢাকা ও চট্টগ্রাম মহানগর ইমারত ( নির্মাণ, উন্নয়ন , সংরক্ষণ ও অপসারণ) বিধিমালা ২০০৮ এর উপর একটি Examination Preparation Workshop আয়োজন করা হয়। ওয়ার্কশপে স্থপতি গোলাম রাব্বানী চৌধুরী বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য যে, এই পরীক্ষার মাধ্যমে চট্টগ্রামের স্থপতিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। এখন থেকে নিয়মিত ভাবে এই পরীক্ষা চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।