News: বাস্থই অফিস বিয়ারারদের প্রথম সভা অনুষ্ঠিত

২৫তম নির্বাহী পরিষদ-এর ৮ম নির্বাহী সভায় (২৮/০৮/২০২৩ তারিখ) বাস্থই কার্যক্রম আরো গতিশীল করার জন্য প্রতিমাসে অন্তত একটি অফিস বেয়ারারদের সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
অফিস বিয়ারারদের প্রথম সভা ৪ সেপ্টেম্বর ২০২৩ সালে বাস্থই কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাস্থই সভাপতি স্থপতি প্রফেসর ড. খন্দকার সাব্বির আহমেদ এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করেন সহ-সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ। সভায় আরো উপস্থিত ছিলেন, স্থপতি মুহাম্মাদ আলী নকী - সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি), স্থপতি খান মোহাম্মদ মাহফুজুল হক - সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক), স্থপতি নবী নেওয়াজ খান - সাধারণ সম্পাদক এবং স্থপতি মীর মোঃ নাইয়ান সাকিব – কোষাধ্যক্ষ।
সভায় বাস্থই পরিচালনা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়দী সহ আইএবি সেন্টারে সদস্যদের সুবিধাদী বর্ধন, IAB Award 2023, Abdullatif Al Fozan Award for Mosque Architecture, IAB Convention এবং IAB Build-Expo 2023 সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
নির্বাহী পরিষদের সিন্ধান্ত অনুযায়ী প্রতি মাসে প্রথম সোমবারে অফিস বিয়ারারদের সভা অনুষ্ঠিত হবে ।

Affiliations

SAARCH
SAARC
Association of Architects
ARCASIA
Architects Regional Council Asia

CAA
Commonwealth Association of Architects
UIA
Union International Des Architects

Mailing Address

IAB Centre, Plot-11, Road-7, Block-E, Agargaon Sher-E-Banglanagar, Dhaka.

Contact

Tel: +880255007196, +880255007197

Email: mail@iab.com.bd


© 2024 Institute of Architects Bangladesh
Powered by Data Core Lab