গত ৪ সেপ্টেম্বর ২০২৩ এ Bangladesh Business and Disability Network (BBDN) এর সদস্যদের সাথে 25th EC, IAB এর একটি প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
Bangladesh Business and Disability Network (BBDN) হল employers and employers' associations-গুলির একটি অনন্য নেটওয়ার্ক যা প্রতিবন্ধী কেন্দ্রিক সংস্থা, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন, এনজিও এবং উন্নয়ন অংশীদারদের সহযোগিতায় গঠিত হয়। এই সংস্থার লক্ষ্য হল আরও প্রতিবন্ধী অন্তর্ভুক্তিমূলক শ্রমবাজার তৈরি করা।
আলোচনায় অংশগ্রহণ করেছেন, Bangladesh Business and Disability Network (BBDN) এর পক্ষ থেকে আজিজা আহমেদ এবং গোলাম কিবরিয়া, অনলাইনে যুক্ত ছিলেন মুর্তেজা রাফি খান। 25th EC, IAB এর পক্ষ থেকে আলোচনায় উপস্থিত ছিলেন বাস্থই সভাপতি স্থপতি প্রফেসর ড. খন্দকার সাব্বির আহমেদ, স্থপতি মুহাম্মাদ আলী নকী - সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি), স্থপতি খান মোহাম্মদ মাহফুজুল হক - সহ-সভাপতি (আন্তর্জাতিক সম্পর্ক), স্থপতি নবী নেওয়াজ খান - সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ এবং ড. মুহ: নওরোজ ফাতেমি, সম্পাদক (শিক্ষা)।
আলোচনায় বাস্থই, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক শ্রমবাজার তৈরিতে training, guidance, workshop, skill training, recruitment opportunities ইত্যাদি BBDN এর সাথে বিভিন্ন পারস্পরিক সহযোগিতামুলক বিষয় নিয়ে সংযুক্ত হবার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। পরবর্তীতে একটি MoU এর মাধ্যমে এই প্রক্রিয়া তরান্বিত করা যেতে পারে বলেও মত প্রকাশ করেছে।