গতকাল ২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় বাস্থই কার্যালয়ে স্থাপত্য পারিভাষিক অভিধান প্রণয়ন সংক্রান্ত কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বাস্থই সভাপতি অধ্যাপক ড খন্দকার সাব্বির আহমেদ সভাপতিত্ব করেন। সভায় কমিটির সদস্যবৃন্দ তাঁদের কার্যপ্রণালী এবং অদ্যাবধি কাজের অগ্রগতি সম্পর্কে বাস্থই সভাপতিকে অবহিত করেন। অভিধানটি প্রণয়নের গতি তরান্বিত করার প্রক্রিয়া এবং এর প্রকাশনা সংক্রান্ত ব্যাপারে বাস্থই সভাপতি ও সদস্যবৃন্দের ফলপ্রসূ আলোচনা হয়। কমিটির পক্ষ থেকে সভাপতি স্থপতি মাহফুজুর রহমান, সদস্য সচিব স্থপতি রাশিদুল হাসান, সদস্য স্থপতি ড রাশেদ ভুঁইয়া, স্থপতি মোহাম্মদ তাহাজিবুল হোসেন, এবং বাংলা একাডেমির প্রতিনিধি মিসেস সায়রা হাবিব উপস্থিত ছিলেন।
Affiliations
Mailing Address
Contact