৯ অক্টোবর ২০২৩ সন্ধ্যায় রাজশাহীর একটি অভিজাত রেস্টুরেন্টে বাস্থই সভাপতি প্রফেসর ডঃ খন্দকার সাব্বির আহমেদ এবং বাস্থই রাজশাহী সেন্টারের স্থপতিদের সমন্বয়ে একটি আলোচনা সভা এবং সান্ধ্যভোজনের আয়োজন করা হয়। রাজশাহী বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ অনুষ্ঠানটি আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে বাস্থই রাজশাহী সেন্টারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহবায়ক রাজিউদ্দিন আহমেদ, সদস্য সচিব স্থপতি সাইমুম ইয়াসির মৃধা, কোষাধ্যক্ষ সামিউল হুদা, স্থপতি চৌধুরী হাইসাম মুহাম্মাদ, স্থপতি মো: জহীর দেলোয়ার আবেদীন, স্থপতি ইমরুল হাসান, স্থপতি জান্নাত আরা ফেরদৌসী, স্থপতি নারগিস পারভিন এবং স্থপতি আসাদুজ্জামান সোহাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাস্থই খুলনা সেন্টারের সম্পাদক স্থপতি এস.এম. নাজিমউদ্দিন এবং স্থপতি ড. শেখ সিরাজুল হাকিম (প্রফেসর এবং বিভাগীয় প্রধান ,স্থাপত্য বিভাগ, খুলনা বিশ্ববিদ্যালয়) এবং ড. মোঃ আশিকুর রহমান জোয়ারদার(প্রফেসর, স্থাপত্য বিভাগ, বুয়েট)। সকলের উপস্থিতিতে বাস্থই সভাপতি মহোদয় রাজশাহী সেন্টারকে ভবিষ্যৎ করনীয় সম্পর্কে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
Affiliations
Mailing Address
Contact