১১ই নভেম্বর ,২০২৩ তারিখে বাস্থই প্রাঙ্গনে ০১লা জানুয়ারী থেকে ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত নতুন সদস্যপদ প্রাপ্ত ২৩৩ জন পূর্ণসদস্য, ৩৮৪ জন সহযোগী সদস্য এবং ২১ জন ফেলো সদস্যদের বরণ করে নেয়ার উদ্দেশ্যে অভিষেক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে রেজিষ্ট্রেশন এর মাধ্যমে ৩০০ জন এর অধিক স্থপতি অংশগ্রহণ করেন।এসময় উপস্থিত সকল নবীন স্থপতিকে উপহার এবং বাস্থই সভাপতি সাক্ষরিত অভিনন্দন পত্র দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাস্থই সাবেক সভাপতি স্থপতি অধ্যাপক সামসুল ওয়ারেস, মঞ্চকে আরো অলংকৃত করেন বাস্থই এর ২৫তম নির্বাহী পরিষদের সভাপতি স্থপতি অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ, বাস্থই সহ সভাপতি (জাতীয় বিষয়াদি) এবং মেম্বারশিপ উপদেষ্টা কমিটির চেয়ারপারসন স্থপতি অধ্যাপক মো:আলী নকী, সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান এবং সম্পাদক সদস্যপদ স্থপতি আহসানুল হক রুবেল।
সভার শুরুতে বাস্থই সভাপতি স্থপতি অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ, স্বাগত ভাষণ প্রদান করেন, পরবর্তীতে সকল নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করান এবং প্রধান অতিথি কে শুভেচ্ছা স্মারক তুলে দেন। মেম্বারশিপ উপদেষ্টা কমিটির চেয়ারপারসন স্থপতি অধ্যাপক মো: আলী নকী পরীক্ষা কাঠামোর পরিবর্তন এর বিষয়গুলো সকলকে অবগত করেন।
প্রধান অতিথি স্থপতি প্রফেসর শামসুল ওয়ারেস বক্তব্য প্রদান করেন এবং মঞ্চে ফেলো সদস্যদের শুভেচ্ছা স্মারক দিয়ে বরন করেন।সমাপনী বক্তব্যে, স্থপতি নবী নেওয়াজ খান সকলকে শুভেচ্ছা জানান এবং সবশেষে সম্পাদক সদস্যপদ স্থপতি আহসানুল হক রুবেল সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন।
গ্রুপ ফটোসেশান এবং সংগীত অনুষ্ঠানের মাধ্যমে পুরো বাস্থই প্রাঙ্গনে এসময় এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় ।