বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য প্রয়াত অধ্যাপক খালেদা একরাম গত ৯ ডিসেম্বর ২০২৩, শনিবার 'বেগম রোকেয়া পদক ২০২৩ (মরণোত্তর)’-এ ভূষিত হয়েছেন । তিনি বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট এর একজন সম্মানিত ফেলো ছিলেন।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৩তম জন্ম ও ৯১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় 'বেগম রোকেয়া দিবস ২০২৩' উদ্যাপন এর অংশ হিসেবে 'বেগম রোকেয়া পদক' বিতরণের জন্য এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজ, নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য পাঁচ নারীর হাতে বেগম রোকেয়া পদক-২০২৩ তুলে দেন, যার মধ্যে প্রথমেই ছিলেন প্রয়াত অধ্যাপক খালেদা একরাম।
স্থাপত্য শিক্ষা, গবেষণা এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত পেশায় নারীর ভূমিকা প্রতিষ্ঠায় অধ্যাপক খালেদা একরাম আজীবন নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। ‘বেগম রোকেয়া পদক ২০২৩ (মরণোত্তর )' প্রাপ্তির এই গর্বিত মুহুর্তে বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট, প্রয়াত অধ্যাপক খালেদা একরাম এবং তাঁর অসামান্য অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে; সেই সাথে তাঁর পরিবারের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছে।