আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এদিন জাতি মহান মুক্তিযুদ্ধে ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার তার শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে।
দিবসটি উপলক্ষে, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) সভাপতি স্থপতি প্রফেসর ড. খন্দকার সাব্বির আহমেদ- এর নেতৃত্বে বাস্থই-এর একটি প্রতিনিধিদল সকাল ১১ টায় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এইসময় উপস্থিত ছিলেন, ২৫তম নির্বাহী পরিষদের সহসভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি প্রফেসর মুহাম্মাদ আলী নকী , সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান, সম্পাদক (পেশা) স্থপতি নাজমুল হক বুলবুল, সম্পাদক (সেমিনার ও সম্মেলন) স্থপতি সাবরিনা আফতাব, সম্পাদক (ঐতিহ্য ও সংস্কৃতি) স্থপতি মোহাম্মদ জিয়াউল শরিফ ।
তাঁরা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনসহ রুহের মাগফিরাত কামনা করেন।