আজ মহান বিজয় দিবস
উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।
দিবস উপলক্ষ্যে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাস্থই-এর একটি প্রতিনিধিদল । এইসময় উপস্থিত ছিলেন, ২৫তম নির্বাহী পরিষদের সহসভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি প্রফেসর মুহাম্মাদ আলী নকী, সহ-সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ, সম্পাদক (শিক্ষা) স্থপতি ড. মোঃ নওরোজ ফাতেমী, সম্পাদক (প্রকাশনা ও প্রচার) স্থপতি মোঃ শফিউল আজম শামীম, সম্পাদক (সেমিনার ও সম্মেলন) স্থপতি সাবরিনা আফতাব, সম্পাদক (ঐতিহ্য ও সংস্কৃতি) স্থপতি মোহাম্মদ জিয়াউল শরিফ, সদস্য সচিব, আই এ বি স্পোর্টস কমিটি, সাবেক সহ সভাপতি (আন্তর্জাতিক), ফেলো স্থপতি মাসুদুর রহমান খান, স্থপতিদের পরিবারের সদস্য সহ আরো অনেকে ।
তাঁরা একাত্তরে স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া বীর সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণসহ রুহের মাগফিরাত কামনা করেন।