প্রিয় সদস্য, আপনি জানেন, গত ১২ ডিসেম্বর ২০২৩, বিশদ অঞ্চল পরিকল্পনা ২০২২-৩৫ এবং এর সংশোধনী ২০২৩ গ্যাজেট পরবর্তী সময়ে স্থাপত্য সেবা সহজীকরণ এবং সংশ্লিষ্ট জটিলতা নিরসনের লক্ষ্যে গঠিত বাস্থই হেল্প ডেস্ক এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজউক চেয়ারম্যান (সচিব) মো: আনিছুর রহমান মিঞা, বিপিএএ।
ড্যাপ ও বিধিমালা সম্পর্কিত যে কোন পরামর্শ বা সমস্যা সমাধানের জন্য, নিচের QR বা গুগল ফর্ম এর মাধ্যমে সমস্যা/ প্রশ্ন প্রদান করার অনুরোধ জানানো যাচ্ছে।
এই ছাড়া, বাস্থই হেল্প ডেস্ক প্রতিনিধিবৃন্দ-র সাথে প্রতি শনিবার বিকাল ৫:০০-৮:০০ ঘটিকায় বাস্থই কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন।
স্থাপত্য পেশার উৎকর্ষ সাধনে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট বদ্ধপরিকর।