আগামী ২৫শে ডিসেম্বর বাংলাদেশের আধুনিক স্থাপত্য ধারার পথিকৃত স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট (বাস্থই) বেশকিছু অনুষ্ঠানমালার আয়োজন করেছেন, যা কয়েকটি পর্যায়ে অনুষ্ঠিত হবে।
ক. “মেমোরিয়াল লেকচার” ২৫শে ডিসেম্বর ২০২৩ ।
মেমোরিয়াল লেকচার প্রদান করবেন স্থপতি প্রফেসর শামসুল ওয়ারেস, সাবেক সভাপতি, বাস্থই । স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের লেকচার এর উদ্ভোদন করবেন স্থপতি কাশেফ মাহবুব, আহ্বায়ক, শততম জন্মবার্ষিকী উদযাপন কমিটি ।
বাস্থই আয়োজিত “মেমোরিয়াল লেকচার” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবে জনাব নসরুল হামিদ, এম.পি, মাননীয় প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ।
খ. প্রদর্শনী (২২-২৫ ডিসেম্বর ট২৩, স্থান: মানিক মিয়া এভিনিউ) ।
সময় সকাল ১০টা থেকে রাত ৮টা
অনুষ্ঠানমালা বাস্থই সদস্য এবং স্থাপত্যের ছাত্র ছাত্রীদের জন্য উন্মুক্ত ।
উক্ত অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি একান্ত কাম্য ।