আজ ২২শে ডিসেম্বর বাংলাদেশের আধুনিক স্থাপত্য ধারার পথিকৃত স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট (বাস্থই) স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের প্রদর্শনীর উদ্ভোধন করে।
এই প্রদর্শনী সকাল ১০টা থেকে রাত ৮টা , ২২-২৫ ডিসেম্বর মানিক মিয়া এভিনিউতে সর্বসাধারণের জন্যে উন্মুক্ত থাকবে।
ছবি সত্ত্ব : শাকিল হাই।