গত ২৯-১২-২০২৩ তারিখে IAB আয়োজিত “এক্সপ্লোর বালিয়াটি জমিদার বাড়ী “- শীর্ষক হেরিটেজ ট্যুর অনুষ্ঠিত হয়। ট্যুর টিতে IAB সভাপতি সপরিবারে অংশ গ্রহণ করেন। এছাড়া ও ২৫ তম নির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ স্থপতি নাইয়ান সাকিব ও সম্পাদক, ঐতিহ্য ও সংস্কৃতি স্থপতি মোহাম্মদ জিয়াউল শরিফ উপস্থিত ছিলেন। ফেলো, সদস্য, সহযোগী সদস্য ও ছাত্র সদস্য সহ মোট ৮০ (আশি) জন এই হেরিটেজ ট্যুরে অংশ নেন। সকাল ৮:৪০ মিনিটে IAB থেকে যাত্রা শুরু করে বালিয়াটি জমিদার বাড়ীতে ১১:৩০ মিনিটে পৌছায়। এবং পথে হাওয়া খানা ও ঈশ্বর চন্দ্র বিদ্যালয়ে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি করে। ফেলো স্থপতি সাজ্জাদুর রশিদ মূখ্য কিউরেটরের ভূমিকা পালন করেন। বালিয়াটি জমিদার বাড়িতে গিয়ে সেখানে ফটোগ্রাফী ও হ্যান্ডস্কেচ এর উপর একটি সারপ্রাইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। বিকালে দোতরার ঐক্যতানে বাউল গান ও বিজয়ীদের পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে হেরিটেজ ট্যুর টির সমাপ্তি হয়। পরে সন্ধ্যেকালীন নাস্তা করে ঢাকার উদ্দেশ্যে বালিয়াটি থেকে সকলে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়।
ফটোগ্রাফীতে নিম্নের তিনজন বিজয়ী হন।
স্থপতি তাসমিয়া তাবাসসুম
স্থপতি রাইদা ইসলাম আলভিরা
মাহমুদ হাসান রিয়াজ
এবং হ্যান্ডস্কেচ এ নিম্নের তিনজন বিজয়ী হন।
স্থপতি মোঃ রিদওয়ানুল হক
স্থপতি রাফি উদ্দীন মাহমুদ
স্থপতি বিধান।