News: স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম এর শততম জন্মবার্ষিকী উদযাপন

২৫ ডিসেম্বর ২০২৩ ঢাকায় স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম এর শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট (বাস্থই) “স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম মেমোরিয়াল লেকচার” শীর্ষক আলোচনা অনুষ্ঠান আয়োজন করেন ।
অনুষ্ঠানে স্থপতি মাজহারুল ইসলামের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে উপস্থাপন করেন স্থপতি সামসুল ওয়ারেস তার বক্তব্যে মাজহারুল ইসলামের বিভিন্ন সময়ের করা স্থাপত্য কাজের আঙ্গিক বিশ্লেষণ করেন। তিনি বলেন,এ দেশে আধুনিক স্থাপত্য কলা এসেছে মাজহারুল ইসলামের হাত ধরে। তিনি পরিবেশ, সংস্কৃতি বিশ্লেষণ করে স্থাপত্য চর্চা করতেন।তিনি খুব দ্রুত কোনো কিছু শিখতে পারতেন। ফলে বিশ্ব মানের সব স্থাপত্য তিনি তৈরি করতে পেরেছিলেন। তিনি নতুন চিন্তা গ্ৰহন করে কাজ করতেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম এর কাজে একদিকে যেমন সৌন্দর্য ও নান্দনিকতা প্রকাশ পেয়েছে ঠিক তেমনি স্থানীয় প্রকৃতি ও পরিবেশকে অভিযোজন করে প্রকৃতির আলো বাতাসের সর্বোত্তম ব্যবহার করা হয়েছে। ষাটের দশকে স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম পরিবেশের কথা বলেছেন। আজ এতদিন পর সারা বিশ্ব পরিবেশ নিয়ে সচেতন হয়েছে। নতুন প্রজন্মের স্থপতিরা মাজহারুল ইসলামের নির্মাণশৈলী উপলব্ধি করে স্বকীয় কাজ করলে নিজেরাই কালোত্তীর্ণ শিল্পকর্ম সৃজনে সক্ষম হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট এর সভাপতি স্থপতি প্রফেসর ড. খন্দকার সাব্বির আহমেদ ও স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের শততম জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী বক্তব্য রাখেন

Affiliations

SAARCH
SAARC
Association of Architects
ARCASIA
Architects Regional Council Asia

CAA
Commonwealth Association of Architects
UIA
Union International Des Architects

Mailing Address

IAB Centre, Plot-11, Road-7, Block-E, Agargaon Sher-E-Banglanagar, Dhaka.

Contact

Tel: +880255007196, +880255007197

Email: mail@iab.com.bd


© 2024 Institute of Architects Bangladesh
Powered by Data Core Lab