গত ১১ ই জানুয়ারি ২০২৪ বাস্থই এ “শীতল PARTY “ - শীর্ষক একটি গান , আড্ডার পাশাপাশি পিঠা উৎসব উদযাপিত হয়। উক্ত অনুষ্ঠানে অসংখ্য নবীন প্রবীন স্থপতিরা উপস্থিত হয়ে সংগীতায়োজন উপভোগ করেন । ২৫ তম নির্বাহী পরিষদের সহ- সভাপতি স্থপতি মুহাম্মাদ আলী নকী , সাধারন সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান , সহ সাধারন সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ , কোষাধ্যক্ষ স্থপতি মীর নাইয়ান সাকিব, সম্পাদক, পেশা স্থপতি মোঃ নাজমুল হক বুলবুল , সম্পাদক, সদস্যপদ, স্থপতি আহসানুল হক রুবেল, সম্পাদক, প্রকাশনা স্থপতি মোঃ শফিউল আজম শামীম ও সম্পাদক, ঐতিহ্য ও সংস্কৃতি স্থপতি মোঃ জিয়াউল শরীফ উপস্থিত ছিলেন।
Affiliations
Mailing Address
Contact