অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, নেসকোর এমসিসি ভবনের নকশা প্রতিযোগিতা বিষয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (NESCO) পিএলসি এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (IAB) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
গত ১৭ জানুয়ারি ২০২৪ তারিখ সন্ধ্যা ৬ ঘটিকায় আইএবি সেন্টার, শের-ই-বাংলা নগর, ঢাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নেসকোর আওতাধীন সকল সাবস্টেশনকে কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল ও মনিটরিং করার লক্ষ্যে স্মার্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম স্থাপনের জন্য একটি মেইন কন্ট্রোল সেন্টার (এমসিসি) ভবন নির্মাণ করা হবে। উন্মুক্ত নকশা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে উক্ত এমসিসি ভবনের ডিজাইন চূড়ান্তকরণ করা হবে।
বাস্থইএর পক্ষ হতে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাস্থই সভাপতি স্থপতি প্রফেসর ড. খন্দকার সাব্বির আহমেদ, সহ সভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি মোহাম্মদ আলী নকী, সহ সভাপতি, (আন্তর্জাতিক সম্পর্ক), স্থপতি খান মোঃ মাহফুজুল হক, সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান, কোষাধ্যক্ষ, স্থপতি মীর মোঃ নাইয়ান সাকিব, সম্পাদক (পেশা) মো: নাজমুল হক বুলবুল, সম্পাদক (প্রকাশনা ও প্রচার), স্থপতি মোঃ শফিউল আজম শামীম, সম্পাদক (ঐতিহ্য ও সংস্কৃতি), স্থপতি মোহাম্মদ জিয়াউল শরীফ এবং সম্পাদক (পরিবেশ ও নগরায়ন), স্থপতি সুজাউল ইসলাম খান উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে নেসকো পিলসির পক্ষ হতে পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী, এনডিসি, সম্মানিত পরিচালক মুকতাদির আজিজ এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল কালাম, প্রকল্প পরিচালক, জাকিউল ইসলাম, ও প্রধান প্রকৌশলী (অ. দা.) শিরিন ইয়াসমিন এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।