“বাস্থই সদস্যবৃন্দের পেশাগত সমস্যা সমাধানের লক্ষ্যে বাস্থই এবং রাজউক প্রতিনিধিবৃন্দের সমন্বয়ে গঠিত “বাস্থই হেল্প ডেস্ক” নিয়মিতভাবে প্রতি শনিবার সন্ধ্যা ৬:০০ থেকে ৯:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠিত বৈঠক এবং গুগল ফর্মের মাধ্যমে সর্বমোট ৮৮ টি প্রশ্ন বা সমস্যা সম্পর্কিত সমাধান, পরামর্শ এবং পরবর্তী করনীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠিত বৈঠকে রাজউক এর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন পরিকল্পনাবিদ মুস্তাফিজুর রহমান (উপ-নগর পরিকল্পনাবিদ, রাজউক) এবং বাস্থই এর প্রতিনিধিত্ব করেন স্থপতি মোঃ নাজমুল হক বুলবুল (সম্পাদক-পেশা, বাস্থই), স্থপতি দেওয়ান শামসুল আরিফ (সদস্য, বাস্থই হেল্প ডেস্ক), স্থপতি হাসান শাহরিয়ার নিলয় (সদস্য, বাস্থই হেল্প ডেস্ক), স্থপতি মোঃ আবদুল্লাহ (সদস্য, বাস্থই হেল্প ডেস্ক) এবং স্থপতি তালুকদার আবদুল্লাহ আল মুকিত (সদস্য সচিব, বাস্থই হেল্প ডেস্ক)।
বিষদ অঞ্চল পরিকল্পনা, বিধিমালা, FAR সূচক, ECPS অথবা পেশাগত সমস্যা সম্পর্কিত আলোচনা, করনীয় এবং সমাধানের জন্য সরাসরি বাস্থই কার্যালয়ে অথবা গুগল ফর্মের মাধ্যমে বাস্থই হেল্প ডেস্ক এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। পেশাগত উৎকর্ষ সাধনে বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট বদ্ধপরিকর।