গত ৩০ জানুয়ারি ২০২৪ দুপুরে বাস্থই কার্যালয়ে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশের সাথে নির্বাহী পরিষদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় 'সেন্টার অব এক্সেলেন্স ইন আরবান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (CEUDF)' প্রতিষ্ঠার উদ্যোগ পুনরায় শুরু করা নিয়ে ফলপ্রসু আলোচনা হয়।
এছাড়া পৌরসভাগুলোতে ভবন নির্মানের অনুমোদন বিষয়ে স্থপতিদের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলাপ হয়। অনুষ্ঠানে মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে সংগঠনের সভাপতি নীলফামারী পৌরসভার মেয়র কৃষিবিদ জনাব দেওয়ান কামাল আহমেদ, ঝিনাইদহ পৌরসভার মেয়র জনাব মোঃ কাইয়ুম শাহরিয়ার জাহেদি, মাদারীপুর সদর পৌরসভার মেয়র জনাব মোঃ খালিদ হোসেন এবং মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশের সিইও জনাব পরিমল কুমার দেব।
বাস্থই এর পক্ষে সভায় উপস্থিত ছিলেন সভাপতি স্থপতি প্রফেসর ডঃ খন্দকার সাব্বির আহমেদ, সাধারন সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান, সম্পাদক ঐতিহ্য ও সংস্কৃতি স্থপতি জিয়াউল শরিফ এবং সম্পাদক পরিবেশ ও নগরায়ন স্থপতি সুজাউল ইসলাম খান।