উন্নয়ন কর্তৃপক্ষ সমূহের আওতা বহির্ভূত পৌরসভার অধিক্ষেত্রাধীন এলাকায় ইমারত/স্থাপনার নকশা অনুমোদন এবং ভবনের গুনগত মান নিশ্চিত করন কমিটিতে বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট (বাস্থই) এর প্রতিনিধিবৃন্দের আইন, বিধি এবং কার্যপরিধি সম্পর্কিত একটি কর্মশালা গত ৩০ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার বাস্থই কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
স্থপতি নাজমুল হক বুলবুল (সম্পাদক-পেশা, বাস্থই) এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত কর্মশালাটি পরিচালনা করেন স্থপতি চৌধুরী সাইদুজ্জামান (সভাপতি, বাস্থই ইমারত নকশা অনুমোদন পর্যালোচনা কমিটি) এবং সমন্বয় করেন স্থপতি দেওয়ান শামসুল আরিফ (সম্মানী উপদেষ্টা, বাস্থই ইমারত নকশা অনুমোদন পর্যালোচনা কমিটি)।
বাস্থই ২৫ তম নির্বাহী পরিষদের “ইমারত নকশা অনুমোদন পর্যালোচনা কমিটি” এর উদ্যোগে অনুষ্ঠিত ১ম কর্মশালাটিতে ঢাকা এবং ময়নমনসিংহ বিভাগে ৫১ টি পৌরসভায় মনোনীত প্রতিনিধিবৃন্দকে প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালার শুরুতে স্থপতি দেওয়ান শামসুল আরিফ বিদ্যমান আইন, বিধি এবং কোড সম্পর্কিত সংক্ষিপ্ত আলোকপাত করেন। পরবর্তি অংশে স্থপতি চৌধুরী সাইদুজ্জামান ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ সম্পর্কিত বিস্তারিত প্রেজেন্টেশন এবং কমিটিতে বাস্থই প্রতিনিধির কারনীয় সম্পর্কিত দিকনির্দেশনা প্রদান করেন। কর্মশালায় অংশগ্রহণকারী বাস্থই সদস্যবৃন্দকে অতিসত্বর মনোনীত কমিটিতে প্রেরণ করা হবে এবং কমিটির কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নিয়মিতভাবে পর্যবেক্ষন, প্রতিবেদন গ্রহণ এবং কর্মশালা আয়োজন করা হবে।
ইমারত/স্থাপনা নকশা অনুমোদন এবং ভবনের গুনগত মান নিশ্চিত করন কমিটিতে বাস্থই প্রতিনিধি হিসেবে অংশগ্রহনে আগ্রহী সদস্যবৃন্দকে বাস্থই কার্যালয়ে যোগাযোগের জন্য আহ্বান জানানো হলো।