স্থাপত্য পেশাচর্চা সহজিকরনের লক্ষ্যে গত ১ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার বাস্থই প্রাঙ্গণে “ঢাকা মহানগর বিশদ অঞ্চল পরিকল্পনা ২০২২-৩৫” এবং এর সংশোধনী বিষয়ক CPD (Continuening Professional Development) অনুষ্ঠিত হয়।
বাস্থই আয়োজিত বিশদ অঞ্চল পরিকল্পনা সম্পর্কিত প্রথম CPD টি পরিচালনা করেন স্থপতি তালুকদার মুকিত এবং স্থপতি হাসান শাহরিয়ার খান (নিলয়), যার প্রথম অংশে ঢাকা মহানগর পরিকল্পনার ইতিবৃত্ত, স্থাপনা উন্নয়ন ব্যাবস্থাপনা এবং স্থাপত্য চর্চায় বিশদ অঞ্চল পরিকল্পনা’র প্রয়োগ সম্পর্কে আলোকপাত করা হয়। পরবর্তি অংশে প্লট ভিত্তিক এবং ব্লক ভিত্তিক উন্নয়নে প্রণোদনা এবং FAR (Floor Area Ratio) সূচক নির্ণয়ের ধারাবাহিক প্রক্রিয়া উপস্থাপন করা হয়।
চল্লিশ জন বাস্থই সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিত CPD টি তে সূচক নির্ণয়, প্রণোদনা, সড়ক, মেঝের ক্ষেত্রফল, আবাসিক ইউনিট সংখ্যা, ভূমি আচ্ছাদন, মিশ্র ব্যাবহার, প্লট ভিত্তিক এবং ব্লক ভিত্তিক উন্নয়ন সম্পর্কিত বিস্তারিত আলোচনা, অনুশীলন এবং সদস্যবৃন্দের প্রশ্ন-উত্তরের মাধ্যমে বিশদ অঞ্চল পরিকল্পনা বিষয়ক স্পষ্ট ধারনা প্রদান করা হয়।