স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট এর তিন মাস ব্যাপী বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে সফল এবং সমাদৃত ট্রাভেলিং এক্সিবিশন ঢাকার পর বাস্থই, খুলনা কেন্দ্র এবং স্হাপত্য ডিসিপ্লিন,খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে খুলনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত হচ্ছে। মূলত স্থপতি মাজহারুল ইসলাম এর কাজ এবং দর্শনের সাথে সুধীজন, ছাত্র এবং সাধারন মানুষকে আরও বেশি পরিচয় করিয়ে দেয়া এই প্রদর্শনীর উদ্দেশ্য।
খুলনার প্রদর্শনীটি ০৪ ফেব্রুয়ারি,২০২৪ এ উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য জনাব অধ্যাপক ড. মাহমুদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাস্থই খুলনা কেন্দ্রের এর আহ্বায়ক স্থপতি গৌরী শংকর রায়, সদস্য সচিব স্থপতি এস এম নাজিমউদ্দীন পায়েল, স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান স্হপতি ড. শেখ সিরাজুল হাকিম সহ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, বাস্হই খুলনা কেন্দ্রের সদস্যবৃন্দ,স্থপতিবৃন্দ এবং অসংখ্য দর্শনার্থী।
বাস্থই এর পক্ষে উপস্থিত ছিলেন সেক্রেটারি (সেমিনার ও কনভেনশন) স্থপতি সাবরিনা আফতাব।
প্রদর্শনীটি ০৭.০২.২০২৪ পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হবে।
পরবর্তীতে প্রদর্শনীটি দেশের অন্যান্য স্থানে প্রদর্শন করা হবে।আমরা আশাবাদী এই প্রচেষ্টা স্থাপত্যকে জনমানসে নতুন মাত্রা দিতে ভূমিকা রাখবে।