গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সহযোগী সদস্য স্থপতি রাজীব আহমেদ (AA-659) গতকাল রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শেষ নিশ্বাঃস ত্যাগ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি বুয়েট অ্যালামনাই, ২০০৩ ব্যাচের সদস্য ও Roofliners_Studio of Architecture এর অন্যতম প্রধান স্থপতি।
স্থপতি রাজীবের জানাজা ও দাফন আজ বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ তারিখে নিম্নোক্ত স্থান ও সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।
১ম জানাজা:
স্থান: বাইতুল আমান হাউজিং সোসাইটি জামে মসজিদ
সময়: বাদ জোহর
২য় জানাজা:
স্থান: বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট প্রাঙ্গণ, আগারগাঁও
সময়: দুপুর ৩:০০ টা
৩য় জানাজা এবং দাফন:
স্থান: রায়ের বাজার কবরস্থান
সময়: বাদ আসর
পুরো স্থপতি পরিবার এই আকস্মিক শোকে স্তব্ধ।
আমরা মহান সর্বশক্তিমান এর কাছে প্রার্থনা করি তিনি যেন স্থপতি রাজিবের বিদেহী আত্মার মাগফেরাত দান করে তাঁকে জান্নাত নসীব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই শোক মোকাবেলা করবার জন্য ধৈর্য ও শক্তি দেন।