আমাদের দেশের দক্ষিণ অঞ্চলের উপকূলীয় ঘর গুলোর একটি প্রধান সমস্যা হচ্ছে উঁচু জোয়ার ও জলোচ্ছ্বাসে এর মাটির ভিটি খুব দ্রুত ক্ষয়ে গিয়ে ঘর ধসে পড়ে। আমাদের বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের ১০০ বাড়ি প্রকল্পের গবেষণার একটি প্রধান বিষয় ছিল এই মাটির ভিটিকে কিভাবে জোয়ারের পানি ও জলোচ্ছ্বাস মোকাবেলায় আরো সহনীয় করা যায় ও আরো শক্তিশালী করা যায়।
প্রখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার শামসুল আলম বিটু ভাই অনেকদিন ধরেই আমাদের দলের হয়ে এই জিনিসটি নিয়ে গবেষণা করছিলেন এবং আমার ভোলা প্রোজেক্টের সাথে জড়িত থেকে সেখান থেকে মাটি ঢাকায় নিয়ে এসে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। বর্তমানে সে পরীক্ষারই অংশ হিসেবে সিলেক্টেড ২১ টি বাড়ির মধ্যে একটি বাড়িকে আমরা বেছে নিয়েছি জলোচ্ছ্বাস এবং উঁচু জোয়ার মোকাবেলায় এই গবেষণালব্ধ জ্ঞান দিয়ে ভালো করে তৈরি করার জন্য।
বর্তমানে টিটু ভাই আছেন ভোলার প্রত্যন্ত অঞ্চলে, সেখানে গ্রামের মানুষদের নিয়ে এই গবেষণার কাজটি তিনি হাতে নাতে করে চলেছেন। আশা করছি এ গবেষণায় আমরা সাফল্য পাব ইনশাআল্লাহ, যা দিয়ে দক্ষিণাঞ্চলের উপকূলীয় গ্রামীন জনপদের ঘরবাড়িতে একটা মৌলিক পরিবর্তন আসবে এবং জনগণ উপকৃত হবে।
সবার দোয়া চাই। সহযোগিতা চাই। অংশগ্রহণ চাই।আমাদের এই চিন্তার সাথে সকলের সৃজনশীল চিন্তা একিভূত হোক সে স্বপ্ন দেখতে চাই।
ধন্যবাদ।