গত ১২ই ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, বিকাল ৩:০০ টায় বাংলাদেশ স্থপতি ইনসটিটিউট এর একটি প্রতিনিধিদল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী জনাব ফরহাদ হোসেন এর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে। বাস্থই সভাপতি স্থপতি প্রফেসর ড. খন্দকার সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান, সম্পাদক (পেশা) স্থপতি নাজমুল হক বুলবুল এবং বাস্থই সিইও জনাব মহিউদ্দিন খান এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন। বাস্থই'র পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
দেশের অগ্রগতি ও ভৌত অবকাঠামো বিনির্মাণে স্থপতিদের সম্পৃক্ততা ও গঠিনমূলক ভূমিকার কথা তুলে ধরা হলে, মাননীয় মন্ত্রী মহোদয় তার ভূয়সী প্রশংসা করেন।
দেশের সরকারি চাকুরীতে স্থপতিদের সুযোগ বৃদ্ধিতে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সে বিষয়ে বাস্থই'র পক্ষ থেকে তাঁকে সুস্পষ্ট প্রস্তাবনা সম্বলিত একটি "কন্সেপ্ট পেপার" প্রদান করা হয়।
মাননীয় মন্ত্রী মহোদয় মনে করেন, বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রফেশনাল ক্যাডার সার্ভিসে স্থপতিদের অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনা করা হলে যে কোনো উন্নয়নমূলক কর্মকান্ডে সঠিক পরিকল্পনার পাশাপাশি পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা সহজ হবে।
তিনি এই ব্যাপারে বাস্থই' কে সবরকম সহায়তা প্রদানের ব্যাপারে আশ্বাস প্রদান করেন।