গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে রাজধানী উন্নয়ন কতৃপক্ষ আওতাভুক্ত এলাকায় ECPS (Electronic Construction Permitting System) এর মাধ্যমে নাগরিক সেবা যেমন ইমারত নির্মাণ, আবেদন ও অনুমোদন ইত্যাদি প্রক্রিয়া সহজিকরনের জন্য আরবান রেজিলিয়েন্স প্রকল্প (রাজউক) এর সহযোগিতায় বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট (বাস্থই) কতৃক অংশিজন যেমন ভূমি-মালিক, ডেভেলোপার এবং সংশ্লিষ্ঠদের প্রশিক্ষণ এর মাধ্যমে ECPS প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে এই কর্মশালা আয়োজন করা হচ্ছে।