গত ১৩ই ফেব্রুয়ারি ২০২৪, সোমবার, বিকাল ৩:০০ টায় বাংলাদেশ স্থপতি ইনসটিটিউট এর একটি প্রতিনিধিদল, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় মন্ত্রী জনাব র. অ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি. এর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে। বাস্থই সভাপতি স্থপতি প্রফেসর ড. খন্দকার সাব্বির আহমেদ, সহ-সভাপতি স্থপতি প্রফেসর মোহাম্মদ আলী নকী, সাধারণ সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান, সম্পাদক (পেশা) স্থপতি নাজমুল হক বুলবুল এবং বাস্থই সিইও জনাব মহিউদ্দীন খান এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন। বাস্থই'র পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
বাংলাদেশ সিভিল সার্ভিসে স্থাপত্য ক্যাডার গঠনসহ দেশের সরকারি চাকুরীতে স্থপতিদের সুযোগ বৃদ্ধিতে করণীয় পদক্ষেপ বিষয়ে সুস্পষ্ট প্রস্তাবনা সম্বলিত একটি "কন্সেপ্ট পেপার" তাঁকে প্রদান করা হয়। এছাড়া ‘ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০২৩’ চূড়ান্তকরণের পূর্বে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটকে মতামত প্রদানের সুযোগ প্রদান, শহর এলাকায় পার্ক, জলকেন্দ্রিক পার্ক, উন্মুক্ত স্থানের সংস্থান রাখার বিষয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট কর্তৃক একটি নীতিমালার খসড়া প্রস্তুত করে মন্ত্রণালয়ে পেশ করা এবং বিশদ অঞ্চল পরিকল্পনা ২০২২-৩৫ সম্পর্কিত যে সকল বিষয়ে এখনো অস্পষ্টতা রয়েছে সে গুলো দ্রুত নিরসন- ইত্যাদি বিষয়ে বাস্থই এর পক্ষ থেকে মাননীয় মন্ত্রীকে অনুরোধ জানানো হয়।
মাননীয় মন্ত্রী উক্ত বিষয়গুলোতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন এবং স্থপতিদের অন্তর্ভুক্তির মাধ্যমে যে কোনো উন্নয়নমূলক কর্মকান্ডে সঠিক পরিকল্পনার পাশাপাশি পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করা সহজ হবে মর্মে অভিমত প্রকাশ করেন।