ECPS (Electronic Construction Permitting System) এর মাধ্যমে ইমারত নির্মাণ অনুমোদন প্রক্রিয়ায় অংশীজনকে সম্পৃক্ত করার লক্ষ্যে গত ২৩ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার বিকাল ৫:০০ ঘটিকায় বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট (বাস্থই) প্রাঙ্গণে একটি কর্মশালা আয়োজন করা হয়।
নাগরিক সেবা সহজিকরনের লক্ষ্যে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), আরবান রেজিলিয়েন্স প্রকল্প (রাজউক অংশ) এবং দোহাটেক নিউ মিডিয়া -র সহযোগিতায় ECPS প্রক্রিয়ার অংশীজন যেমন সাধারণ নাগরিক, ভূমি-মালিক, ডেভেলপার এবং সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের সমন্বয়ে সর্বমোট ৮০ জনের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালাটিতে, রাজউক আওতাভুক্ত এলাকায় ECPS এর মাধ্যমে পরিকল্পনা অনুমোদন (Planning Permit), নির্মাণ অনুমোদন (Construction Permit), নির্মাণ সমাপ্তি প্রতিবেদন (Completion Report) সহ অন্যান্য ছাড়পত্রের জন্য আবেদন প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত উপস্থাপনা এবং প্রশ্ন-উত্তর এর মাধ্যমে আলোচনা করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাস্থই আয়োজিত কর্মশালাটি প্রতিনিধিত্ব করেন স্থপতি অধ্যাপক মোহাম্মদ আলী নাকি (সহ-সভাপতি, জাতীয় বিষয়াদি, বাস্থই), স্থপতি নাজমুল হক বুলবুল (সম্পাদক, পেশা, বাস্থই), স্থপতি হাসান শাহরিয়ার খান, স্থপতি মোঃ আবদুল্লাহ এবং স্থপতি তালুকদার আবদুল্লাহ আল মুকিত। প্রকৌশলী মাসুদুর রহমান (পরিচালক, দোহাটেক নিউ মিডিয়া) এর পরিচালনায় ECPS প্রক্রিয়া সম্পর্কিত বিস্তারিত উপস্থাপনা করেন প্রকৌশলী নুর মোহাম্মদ শাওন (সিস্টেম প্রকৌশলী, উপ-অঞ্চল ৩ ও ৪, রাজউক)।