ঢাকার বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহত ব্যক্তিদের আত্মার মাগফেরাতের জন্য সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি আমাদের গভীর সমবেদনা।
একের পর এক সংঘটিত হওয়া এ সকল ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা একই সাথে যেমন মর্মাহত, তেমনি আতঙ্কিত।
বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর পক্ষ থেকে এ দুর্ঘটনার সাথে জড়িত সকল দায়ী ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছে।
ভবিষ্যতে অগ্নি দুর্ঘটনা রোধে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারকে সকল ধরনের পেশাগত সহযোগিতা প্রদান করার জন্য আন্তরিকভাবে প্রস্তুত আছে।
Affiliations
Mailing Address
Contact