বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই) এর ২৫তম নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী IAB PHOTO GALLERY VISUAL ARCHIVES EXPLORATION COMMITTEE এর তত্ত্বাবধানে IAB ONLINE PHOTO GALLERY প্রাথমিক পর্যায়ে সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
১৯৭২ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই দীর্ঘ সময়ে ঘটে যাওয়া বাস্থইয়ের বিভিন্ন অনুষ্ঠান ও সমাবেশের ছবি এখানে পর্যায়ক্রমে আপলোড করা হবে। অত্যন্ত জটিল ও শ্রমসাপেক্ষ কাজ হলেও মাত্র দু'মাসের প্রচেষ্টায় ওয়েবসাইটটি এ পর্যায়ে এসে পৌঁছেছে।
কমিটির বিশাল একটি দল এই ফটো গ্যালারী আর্কাইভটিকে সমৃদ্ধ করার লক্ষ্যে তাদের নিরন্তর শ্রম দিয়ে যাচ্ছে। তথাপি, এখানে অনিচ্ছাকৃতভাবে কিছু ভুলত্রুটি থেকে থাকতে পারে বা আরো গুরুত্বপূর্ণ ছবির অভাব বোধ হতে পারে কিংবা ছবির নামাকরণ পরিপূর্ণ সঠিক নাও হতে পারে।
সেকারণে বাস্থই এর সকল সদস্যদের এই মর্মে অনুরোধ করা যাচ্ছে যে, তারা যেন তাদের সংগ্রহে থাকা ছবিগুলো সরাসরি ওয়েবসাইটে গিয়ে নিজেরাই আপলোড করেন এবং বাস্থই এর অর্ধ শতাব্দিব্যাপী বিস্তৃত ও সমৃদ্ধ ঐতিহ্যের বর্ণীল ইতিহাস স্থায়ীভাবে সংরক্ষণে আন্তরিকভাবে সহায়তা করেন।
সকলের সম্মিলিত প্রয়াস এবং অবদানের মাধ্যমে বাস্থই ফটো গ্যালারিটি আরো বর্ণিল ও সমৃদ্ধময় হবে বলে আমরা বিশ্বাস করি।