তিনি এ সকল দুর্ঘটনাকে মানব সৃষ্ট বিপর্যয় এবং নগর অব্যবস্থাপনার চরম বহিঃপ্রকাশ হিসেবে আখ্যায়িত করেন যার প্রধান কারণ হিসেবে তিনি নিয়ন্ত্রক কাঠামো বা রেগুলেটরি ফ্রেমওয়ার্কের সমন্বয়হীনতাকে দায়ী করেন।
তিনি মনে করেন তথাগত দাপ্তরিক প্রক্রিয়া এবং পরস্পরকে দোষারোপ করার প্রবণতা থেকে বেরিয়ে এসে সুষ্ঠু নিয়ন্ত্রক কাঠামোর বিন্যাস এবং তার নিশ্চিতকরণের মাধ্যমে এ সকল দুর্ঘটনা রোধ করা সম্ভব।
এছাড়াও তিনি বিভিন্ন নীতি নির্ধারণী ও কারিগরি বিষয়কে আমলে নেওয়ার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে যথাশীঘ্র একটি টাস্কফোর্স গঠনের মাধ্যমে এ বিপর্যয় রোধের জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন।