স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ট্রাভেলিং এক্সিবিশন এখন রাজশাহীতে আয়োজিত হচ্ছে। বাস্থই, রাজশাহী কেন্দ্র এবং আর্কিটেকচার ডিপার্টমেন্ট ,রুয়েট যৌথ ভাবে এই আয়োজন করছে। মূলত স্থপতি মাজহারুল ইসলাম এর কাজ এবং দর্শনের সাথে সুধীজন, ছাত্র এবং সাধারন মানুষকে আরও বেশি পরিচয় করিয়ে দেয়া এই প্রদর্শনীর উদ্দেশ্য।
প্রদর্শনীটি ০৯ মার্চ,২০২৪ এ শুরু হয়।মাজহারুল ইসলাম তাঁর শিক্ষা জীবনের একটা অংশ রাজশাহীতে কাটিয়েছেন, সে স্মৃতির প্রতি সন্মান জানাতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত এই প্রদর্শনীটি চলবে একমাস।
পরবর্তীতে প্রদর্শনীটি দেশের অন্যান্য স্থানে প্রদর্শন করা হবে।আমরা আশাবাদী এই প্রচেষ্টা স্থাপত্যকে জনমানসে নতুন মাত্রা দিতে ভূমিকা রাখবে ।