গত ২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশ স্হপতি ইন্সটিটিউট (বাস্থই) এবং মাজহারুল ইসলাম ফাউন্ডেশন এর একটি প্রতিনিধি দল যৌথভাবে স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের ডিজাইনে নির্মিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন ভবনটি (নিপা ভবন) পরিদর্শন করেন।
এ সময় তারা ব্যাবসায় প্রশাসন বিভাগের ডীন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন এর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন এবং স্থাপত্যাচার্য মাজহারুল ইসলামের ডিজাইনকৃত ভবন গুলো সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।
বাস্হই সভাপতি, গত ৯ ডিসেম্বর ২০২৩ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর প্রেরিত একটি পত্রের অনুলিপি ডীন মহোদয় কে হস্তান্তর করেন যাতে স্থাপত্যাচার্য মাজহারুল ইসলাম এর ডিজাইন করা ভবনগুলোর প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষণের জন্য আহবান জানানো হয়। তাঁকে অবহিত করা হয়, উক্ত ভবনগুলো সম্প্রতি ইউনেস্কোর টেন্টেটিভ মডার্ন হেরিটেজ লিস্টে অন্তর্ভুক্তি লাভ করেছে। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন মাস্টার প্ল্যানে প্রথম দিকে উক্ত ভবনটি ভেঙ্গে ফেলে নতুন ভবন নির্মাণের চিন্তা থাকলেও পরবর্তীতে বাস্হই এর চিঠির পরিপ্রেক্ষিতে এবং মাজহারুল ইসলাম ফাউন্ডেশন এর উদ্যোগের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি না ভেঙ্গে রেট্রোফিটিং এর সিদ্ধান্ত গ্রহন করেছেন। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের ভুয়সী প্রশংসা করেন।
বাস্থই এর পক্ষ থেকে সভাপতি স্হপতি প্রফেসর
ড. খন্দকার সাব্বির আহমেদ, সাধারন সম্পাদক স্হপতি নবী নেওয়াজ খান, সম্পাদক ঐতিহ্য ও সংস্কৃতি স্হপতি মোহাম্মদ জিয়াউল শরিফ এবং মাজহারুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে স্হপতি ইসতিয়াক জহির তিতাস এবং স্থপতি মুহতাদিন ইকবাল এ প্রতিনিধি দলে উপস্হিত ছিলেন।