সম্প্রতি ঘটে যাওয়া ভবনে অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট (বাস্থই) সংশ্লিষ্ট সকল সরকারি সংস্থা ও সাধারণ জনগণের সাথে যুগপৎভাবে জননিরপত্তা নিশ্চিতকল্পে ঐক্যবদ্ধ।
এ লক্ষ্যে বাস্থই, শহরের ভবনসমূহে অগ্নিঝুঁকি হ্রাসকল্পে অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণে জনসেবামূলক কারিগরি পরামর্শ প্রদানের জন্য একটি ‘হেলপ ডেস্ক’ চালু করার উদ্যোগ গ্রহণ করেছে। ভবনের মালিকগণকে অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রাথমিক পরামর্শ লাভের জন্য বাস্থই-এর ‘হেল্প ডেস্ক’-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
নিম্নের কিউ আর (QR) কোডটি স্ক্যান করে আবেদন ফরম পূরণ করা যাবে। প্রয়োজনে ৫৫০০৭১৯৫-৯৬ নাম্বারে যোগাযোগ করুন।