মহামান্য হাইকোর্টের রায় লঙ্ঘন করে ঢাকা মহানগরীর প্রাচীনতম বিদ্যালয় ঢাকা কলেজিয়েট স্কুলের প্রাঙ্গণে অবস্থিত প্রায় তিনশত বছর পুরাতন স্থাপনা ধ্বংসের যে অবৈধ কর্মকাণ্ড চলছে তা বন্ধের জন্য ২১শে মার্চ ২০২৪ তারিখে সকাল ১১:০০ ঘটিকায় , সকল সচেতন নাগরিকের পক্ষে আরবান স্টাডি গ্রুপ আয়োজিত মানববন্ধন সংঘটিত হয়। উক্ত মানববন্ধনে বাস্থই এর পক্ষ থেকে অংশগ্রহণ করেন স্থপতি মোহাম্মদ জিয়াউল শরীফ, সম্পাদক (ঐতিহ্য ও সাংস্কৃতি) এবং স্থপতি ইমামুর হোসেন রুম্মান ।
গত কয়েক দিন ধরে স্কুল প্রাঙ্গণে অবস্থিত এই ঐতিহ্যবাহী দ্বিতল ভবনটি ভাঙার কাজ শুরু করা হয়। ইতিমধ্যে ভবনটির দরজা জানালা ভেঙে অপসারন করা হয়েছে এবং দুই এক জায়গায় একতলার ছাদও ভেঙে ফেলা হয়েছে। স্কুলের এলামনাই এসোসিয়েশনএর উদ্দোগে ভবনটি ভেঙে একটা বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
পরে আরবান স্টাডি গ্রুপ , বাস্থই এবং সেভ দ্যা হেরিটেজ এর প্রতিনিধি বৃন্দ স্কুল কর্তৃপক্ষর সাথে সাক্ষাত করেন । ঐতিহ্য সংরক্ষন সংক্রান্ত হাই কোর্টের রায়ের একটি অনুলিপি আরবান স্টাডি গ্রুপ এর পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয় । স্কুলের প্রধান শিক্ষক জানান যে , তিনি শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর কে উচ্চ আদালতের রায় টি এবং আমাদের মানব বন্ধনের বিষয়ে অবহিত করবেন । অতঃপর শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর এর পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন । তবে সে সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভাংগার কাজ সাময়িক ভাবে বন্ধ রাখতে উনি নির্দেশ দেন।