স্থপতি ইদ্রিস ভূইয়াঁ আলমাসের (বি-০৫৬), চিকিৎসার জন্য জরুরি রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ “ও” পজেটিভ (O+).
২৪.০৩.২০২৪ ভোর ৩টায় বাসায় আকৎসিক অগ্নি-দূর্ঘটনার শিকার হন, এতে তাঁর শরীর এর ২৮% অগ্নি দগ্ধ হয়। জরুরী ভিত্তিতে তাঁকে “শেখ হাসিনা বার্ন ইউনিটের ইমার্জেন্সীতে নেওয়া হয়েছে।
এই মূহুর্তে আলমাসের চিকিৎসার জন্য যে পরিমান রক্তের প্লাজমা দরকার তার জন্য জরুরী ভিত্তিতে ২৪ ব্যাগ রক্তের প্রয়োজন।
আগ্রহী রক্তদাতাদের ০১৭১২ ৫৩৪ ৬১১ এই নম্বরে স্থপতি আলমাসের মেঝো ভাই জনাব ইউনূস এর শাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে