আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট (বাস্থই) প্রাঙ্গণে একটি শিশু চিত্রাংকন পর্ব এবং মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে নাদিম ইকবাল নির্মিত "ড. নুরুন্নবী আজীবন মুক্তিযোদ্ধা" চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বাস্থই সভাপতি স্থপতি প্রফেসর ডঃ খন্দকার সাব্বির আহমেদ , সাধারন সম্পাদক স্থপতি নবী নেওয়াজ খান , ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পাদক স্থপতি মোহাম্মদ জিয়াউল শরিফ , সম্পাদক - পেশা, স্থপতি নাজমুল হক বুলবুল , সম্পাদক - সেমিনার ও সম্মেলন স্হপতি সাবরিনা আফতাব , কোষাধক্ষ স্থপতি নাইয়ান সাকিব , আরো উপস্হিত ছিলেন মুক্তিযাদ্ধা স্থপতি নুরুল করিম দিলু ও প্রদর্শিত চলচ্চিত্রটির নির্মাতা নাদিম ইকবাল , ক্ষুদে আকিয়ে ও তাদের অভিভাবকবৃন্দ এবং স্হপতি গন ।
খুদে আকিয়েরা তাদের মনের মাধুরী মিশিয়ে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলে।
মুক্তিযোদ্ধা স্থপতি নুরুল করিম দিলু তার যুদ্ধকালীন কিছু অভিজ্ঞতার কথা আগত অতিথি ও ক্ষুদে শিল্পীদের মাঝে তুলে ধরেন । বাস্হই সভাপতি তার সমাপনী বক্তব্যে - শহীদ মুক্তিযাদ্ধা , শহীদ বুদ্ধিজীবী ও বাংলার বীর সন্তানদের আত্মত্যাগের কথা স্মরন করেন । তিনি দেশ গড়ার কাজে তরুন স্হপতি ও ভবিষ্যত প্রজন্মকেও স্ব স্ব ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের মতো আত্মত্যাগ করার অনুপ্রেরণা দেন । পরে বাস্থই সভাপতি, নির্মাতা নাদিম ইকবালকে বাস্থই এর পক্ষ থেকে কিছু বই উপহার দেন ।
পরিশেষে ক্ষুদে আঁকিয়েরা তাদের চিত্র কর্মের স্বীকৃতি স্বরুপ সার্টিফিকেট আনন্দের সহিত গ্রহণ করে । উল্লেখ্য যে , বাস্থই প্রাংগনে তাদের চিত্র কর্মের প্রদর্শনী করা হয়েছে যা আগামীকাল (২৭.০৩.২০২৪) সন্ধ্যা ৮ঃ০০ টা পর্যন্ত চলবে ।