গত ২ এপ্রিল ২০২৪ তারিখ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয় এ ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০২৪ এর খসড়া চুড়ান্ত করন সভা আয়োজিত হয়। গৃহায়ণ ও গণপূর্ত সচিব জনাব মো: নবীরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা মহানগর ইমারত বিধিমালা ২০২৪ এর খসড়া সম্পর্কিত অংশীজনের মতামত গ্রহন এবং দ্রুততম সময়ে গ্যাজেট করন বিষয়টি প্রাধান্য পায়।
সভায় বাংলাদেশ স্থপতি ইন্স্টিটিউট (বাস্থই), ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IEB), বাংলাদেশ ইন্সটিটিউট অব প্লানার্স (BIP), রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (রিহ্যাব) এর প্রতিনিধিবৃন্দ, চেয়ারম্যান রাজুক, চেয়ারম্যান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, প্রধান স্থপতি, স্থাপত্য অধিদপ্তর, প্রধান প্রকৌশলীসহ গণপূর্ত অধিদপ্তর সহ অন্যান্য সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর প্রধান নগর-পরিকল্পনাবীদ জনাব আশরাফুল ইসলাম ইমারত বিধিমালা সম্পর্কিত অদ্যবদি কার্যক্রম উপস্থাপন করেন এবং প্রস্তাবিত বিধিমালা ২০২৪ এর খসড়া সম্পর্কিত অংশীজনের মতামত সমূহ উপস্থাপন, আলোচনা এবং মতবিনিময় করা হয়। পরবর্তী সভায় এই বিষয়ে অংশীজনের মতামত সমূহ পর্যায়ক্রমে উপস্থাপন করা হবে।
বাস্থই এর পক্ষ থেকে ইমারত বিধিমালা সম্পর্কিত জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে চুরান্ত সিদ্ধান্ত গ্রহনের পূর্বে অংশিজনের সমন্নয়ে কর্মশালা আয়োজনের প্রস্তাবের প্রেক্ষিতে সভায় প্রস্তাবিত বিধিমালা যুগোপযোগী করন এবং অধিকতর পরিশিলিত করনের লক্ষ্যে কর্মশালা আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় বাস্থই এর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন বাস্থই সভাপতি স্থপতি অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ, পেশা সংক্রান্ত সম্পাদক স্থপতি মো: নাজমুল হক বুলবুল সহ বাস্থই Code & Standards Review Committee এর সদস্যবৃন্দ স্থপতি পেট্রিক ডি' রোজারিও, স্থপতি আবু মুসা ইফতেখার এবং স্থপতি তালুকদার মুকিত।